লালখানবাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর লালখান বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের (দিদারুল আলম মাসুম বনাম মানিক-বেলাল গ্রুপ) মধ্যে সংর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার বিকেলে লালখান বাজার এলাকায় দিদারুল আলম মাসুমের মুক্তির দাবিতে সমাবেশ করে তার অনুসারীরা। সমাবেশ থেকে ফেরার পথে ফয়সাল নামের একজনকে মানিক-বেলালের অনুসারীরা মারধর করে। এতে মাসুমের অনুসারীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে উভয় গ্রুপের কর্মীদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। রাত সাড়ে ৮ টার দিকে মাসুমের অফিসের সামনে এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে সাধারণ মানুষ ভীত হয়ে দিকবিদিক ছোটাছুটি করে। এ সময় এলাকায় আতংক ও বিশৃংখলা সৃষ্টি হয়।

খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!