লামায় র‌্যাবের অভিযানে এক লক্ষ লিটার চোলাই মদ জব্দ

লামা (বান্দরবান প্রতিনিধি) :

বান্দরবানের লামায় র‌্যাবের অভিযানে এক লক্ষ লিটার চোলাই মদ (বাংলা মদ) জব্দ করা হয়েছে।

lama-mod-photo-20novem-2

আজ রবিবার উপজেলার আজিজনগরে কক্সবাজার র‌্যাব ৭ অভিযান চালিয়ে উপজাতি হেডমাস্টার পাডায় বিভিন্ন ঘর থেকে দেশীয় তৈরি এ চোলাইমদ জব্দ করেন। এসময় ওই এলাকার বাসিন্দা ক ̈চিংমং মার্মাকে আটক করা হয়।

 

অভিযানে নেতৃত্ত্ব দেন বান্দরবান জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম। মোবাইল কোটের মাধ্যমে এসকল মদ ধংস করা হয়।

 

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আজিজনগরে তৈরীকৃত এ সকল চোলাইমদ দেশের বিভিন্ন ̄উপজেলার পার্শ্ববর্তী লোহাগাড়া চকরিয়া, কক্সবাজার এ পাচার হয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‌্যাব ৭ সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চলে।

 

অভিযানকালে আজিজনগরের উপজাতিদের বসতি বিভিন্ন পাড়ার ঘরে ঘরে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান চোলাইমদ উদ্ধার করেন। উদ্ধারকৃত মদের পরিমান এক লক্ষ লিটার হবে বলে জানা যায়।

 

রফিক সরকার, লামা (বান্দরবান) প্রতিনিধি : 

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!