লামায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা র্শীষক সেমিনার

বান্দরবানের লামায় “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” র্শীষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তব্য রাখেন, বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া। উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!