লকডাউন না মেনে চকবাজার-খুলশীর ৭ প্রতিষ্ঠান গুণল জরিমানা

চট্টগ্রাম নগরীর চকবাজার ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি ও সরকার নির্দেশিত আইন অমান্য করায় ৭ প্রতিষ্ঠানকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল মাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশিত আইন অমান্য করায় চকবাজার ও খুলশী এলাকায় ৭ প্রতিষ্ঠানকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশিকা অপমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএন/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!