লংগদুতে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

রাঙামাটির লংগদুতে পারিবারিক কলহের জেরে জামেলা বেগম (৪০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৪ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার বগাচতর ইউনিয়নের বৈরাগীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, উপজেলার বৈরাগীবাজার এলাকার বাসিন্দা স্বামী মো. জামাল উদ্দিন ও তার স্ত্রী জামেলা বেগমের মধ্যে কয়েকদিন ধরে মনোমানিল্য চলছিল। এ নিয়ে শুক্রবার সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জামেলা বেগম স্বামীর সঙ্গে রাগ করে নিজ বাড়িতে গোপনে বিষপান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্বামী মো. জামাল উদ্দিন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার। তিনি বলেন, লংগদুতে এক মহিলার আত্মহত্যার খবর শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!