লংগদুতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

লংগদুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। শুক্রবার (১৭ মে)এ উপলক্ষে শোভাযাত্রা বের করে পার্বত্য ভিক্ষু সংঘ। এটি লংগদু উপজেলা সদর বাইট্টাপাড়া বাজার থেকে শুরু করে দুই কিলোমিটার পাড়ি দিয়ে প্রধান সড়ক হয়ে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ধর্ম সভায় মিলিত হয়।

যমুনা তিয্য মহাথের ভান্তের সভাপতিত্বে এবং স্থানীয় সমাজসেবক মনিশংকর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল মিরাজ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা।

ধর্মসভায় দেশনা প্রদান করেন প্রধান ধর্ম দেশক পাঞ্জা দ্বীপা স্থবির, পার্বত্য ভিক্ষু সংঘের লংগদু শাখার আহ্বায়ক ভদন্ত সুগত লংকার স্থবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।

এস.আর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!