লংগদুতে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনমূলক র‌্যালি

রাঙামাটির লংগদুতে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ সপ্তাহ-১৯ উপলক্ষে সেনা জোনের উদ্যোগে সচেতনমূলক প্রশিক্ষণ ও র‌্যালির আয়োজন করা হয়েছে। রোববার (২৮ জুলাই) লংগদু জোনের মিলনায়তনে প্রশিক্ষণে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, জোনের ক্যাপ্টেন ইশতিয়াক আহম্মেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান কার্বারি, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সাংবাদিকরা অংশ নেয়।

ডেঙ্গু ও ম্যালেরিয়া কিভাবে ছড়ায় এবং এর প্রতিরোধে করণীয় কি এ সম্পর্কে আলোচনা করেন জোনের আবাসিক চিকিৎসক ক্যাপ্টেন শামিম আল মামুন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য চিত্র দেখানো হয়।
শেষে জোনের মিলনায়তন থেকে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধের সচেতনতা র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক ঘুরে পুনরায় জোনে গিয়ে শেষ হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!