র‍্যাবের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে সাহেদকে

র‍্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে র‍্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

র‍্যাব জানিয়েছে, সকাল সাড়ে আটটা নাগাদ সাহেদকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা ক্যান্টনমেন্টের তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানবন্দর থেকেই জিজ্ঞাসাবাদের জন্য সাহেদকে র‍্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হবে।

করোনা পরীক্ষার নামে জালিয়াতি, ভুয়া রিপোর্ট প্রদানসহ অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় বহুল আলোচিত বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল হাসপাতালটি। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত করোনা পরীক্ষার প্রায় ৬ হাজার ভুয়া সনদ পাওয়ার প্রমাণ পায়।

এর একদিন পর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে সেখানে থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয় র‌্যাব। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

সাহেদ এরপর থেকেই পলাতক ছিলেন। সাহেদের খোঁজে সোমবার (১৩ জুলাই) মৌলভীবাজারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও সেখানে তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয় আটজনকে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের প্রধান সহযোগী তারেক শিবলী ছাড়াও গ্রেপ্তার করা হয় টিভি নাটক প্রযোজনা প্রতিষ্ঠান ‘টেলিহোম’র প্রধান ও সাহেদের ভায়রা মোহাম্মদ আলী বশিরকে।

এর আগে প্রতারণা মামলার প্রধান আসামি সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে একটি চিঠি ইমিগ্রেশন পুলিশে দেওয়া হয়। ইমিগ্রেশনকে দেওয়া চিঠিতে পুলিশ উল্লেখ করে, ‘প্রতারণা মামলার আসামি সাহেদের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনি যেন দেশের বাইরে যেতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হচ্ছে’।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!