র‍্যাবের নামে ট্রাকে ছিনতাই, হাতেনাতে আটক হয়ে কারাগারে দুই ছিনতাইকারী

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় র‍্যাব পরিচয়ে একটি ট্রাকে ছিনতাইয়ের চেষ্টা চালায় ২ ব্যক্তি। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

আটক দুই ব্যক্তি হলেন, মনসুর আলম ও মিন্টু। তাদের বিরুদ্ধে শফিউল আজম বাদি হয়ে পাঁচলাইশ মামলা দায়ের করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুই নম্বর গেইট এলাকায় একটি ট্রাক যানজটে আটকা পড়ে। এসময় মোটরসাইকেল যোগে আসা দুই ব্যক্তি ট্রাকটিতে উঠে যায়। তারা নিজেদের র‍্যাবের লোক পরিচয় দেয়৷ তারা ট্রাকের চালক ও হেলপারের টাকা ও মোবাইল ছিনতাই করতে চাইলে পাশে থাকা পুলিশ সদস্যরা চিৎকার শুনে এগিয়ে আসে। এ সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়।

নগরীর পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘র‍্যাব পরিচয় দিয়ে ছিনতাই করার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!