র‍্যাবের জালে হাজারো ইয়াবাসহ ২ মাদক কারবারি

মোটরসাইকেলে চড়ে এসে সেবনকারীদের হাতে ইয়াবা তুলে দিতে এসেছিল তারা। তার আগেই গোপন তথ্যের ভিত্তিতে ওই স্থানে নজরদারি চালাচ্ছিল র‍্যাবের চৌকষ সদস্যরা। বহদ্দারহাট মোড়ের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সামনে এলেই র‍্যাবের পাতানো জালে আটকা পরে দুই মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৯৭৫টি ইয়াবা। আটক করা হয় দুই মোটরসাইকেল আরোহীকে।

মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় স্ট্যান্ডার্ড ব্যাংকের সামনে থেকে তাদের আটক করেছে র‍্যাব। উদ্ধার করা মাদকের মূল্য প্রায় ৯ লাখ ৮৭ হাজার টাকা। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতকানিয়ার চিববাড়ি ইউনিয়নের মো. ইলিয়াসের ছেলে মো. তৈয়ব ও নোয়াখালীর কবিরহাট থানার নরসিংহপুর ইউনিয়নের মো. শহিদুল্লাহর ছেলে মো. নুর আলম।

এ ব্যাপারে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো.মাহমুদুল হাসান মামুন বলেন, ‘বহদ্দারহাট এলাকা থেকে মাদক বেচাকেনার সময় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

সিএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!