র‍্যাবের জালে আটকালো চার মাদক ব্যবসায়ী

চট্টগ্রামের হাটহাজারী ও সীতাকুণ্ডে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, ৯৮ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ জানুয়ারি) রাত ১২টার দিকে হাটহাজারীর পাহাড়তলী এলাকার খিল্লাপাড়া এবং সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ওমর ফারুক, মো. সজিব, মো. মাসুম ও জাহাঙ্গীর আলম।

র‍্যাব জানায়, খিল্লাপাড়া রেলক্রসিংয়ের পাশে ইয়াবা বিক্রির সময় তিন জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে পকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ফেনসিডিল বিক্রির সময় একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল।।

এ বিষয়ে র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হাটহাজারী এবং সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা, ৯৮ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।’

এএন/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!