র‌্যাব হেডকোয়ার্টারে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামের কনস্টেবলের মৃত্যু

ঢাকার উত্তরায় র‌্যাব সদর দপ্তরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কনস্টেবল শুভ মল্ল (২৬)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার পশ্চিম জোয়ার করেরহাটে।

পুলিশের এই কনস্টেবল প্রেষণে র‌্যাবে ছিলেন। তার বাবার নাম কালু মল্ল।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে কর্তব্যরত অবস্থায় শুভ মল্ল গুলিবিদ্ধ হন। অসাবধানতাবশত শুভ গুলিবিদ্ধ হয়েছেন, নাকি তিনি আত্মহত্যা করেছেন— এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শুভ একাই দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এটি দুর্ঘটনা না আত্মহত্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঘটনার পরপরই শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

গত ৬ আগস্ট রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনে দায়িত্বরত অবস্থায় মেহেদী হাসান নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। তিনিও নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছিলেন বলে জানায় পুলিশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!