রয়েল বাংলার কারখানায় নোংরা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার বাটালি রোডের রয়েল বাংলা সুইটস হাউসকে এক লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বিভিন্ন এলাকায় ফুটপাত দখল ও রাস্তার ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করায় ১৬ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) বাটালি রোড, জুবিলী রোড ও বায়েজিদ বোস্তামী মাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘বাটালি রোডের রয়েল বাংলা সুইটস হাউসের কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর ও নোংরা, ফ্রিজে রান্না করা এবং কাঁচা মাংস একইসঙ্গে সংরক্ষণ, কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় রয়েল বাংলা সুইটসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’

তিনি বলেন, ‘বাটালি রোড ও জুবিলী রোডের ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী, দোকানের মালামাল রাখা এবং রাস্তা ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চার ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।’

অন্যদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে বায়েজিদ বোস্তামী রোডের ২ নম্বর গেট থেকে বায়েজিদ বোস্তামী মাজার গেট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১২ জনের কাছ থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম নগর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!