রোহিঙ্গা সমাবেশে আর্থিক সহায়তা, ২ এনজিওর কার্যক্রম বন্ধ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের সমাবেশে আর্থিক সহযোগিতা এবং প্রত্যাবাসন বিরোধী প্রচারণার দায়ে আন্তর্জাতিক ২ এনজিও সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করেছে এনজিও ব্যুরো।

বুধবার (৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনকে এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে এনজিও ব্যুরো।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আবছার। এনজিও দুইটি হলো-আল আদ্রা ও আল মারকাজুল ইসলামী। পাশাপাশি এ দুই এনজিওর ব্যাংক লেনদেনও বন্ধ করে দেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আবছার বলেন, ‘গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের মহাসমাবেশে আর্থিক সহযোগিতা ও প্রত্যাবাসনবিরোধী প্রচারণার অভিযোগে এ দুইটি এনজিওর কার্যক্রম বন্ধ সংক্রান্ত চিঠি পেয়েছি। এখন তা বাস্তবায়ন করা হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!