রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের কর্মপ্রয়াস অব্যাহত রয়েছে : স্পীকার শিরিন শারমিন

জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন- রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলে কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে সরকার। স্পীকার বলেন, স্থানীয়দের অধিকার নিশ্চিত করে আশ্রিত রোহিঙ্গাদের জন্য কাজ করতে হবে।

তিনি রোববার (৫ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, শাহীনা আকতার চৌধুরী, কানিজ ফাতেমা আহমেদ। স্পীকার,

এছাড়াও জেলা আওয়ামীলীগের এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে স্পীকার শিরিন শারমিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত অরুনোদয় স্কুল পরিদর্শন করেন।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!