রোহিঙ্গা ক্যাম্পে শিশুকে গলাটিপে হত্যা, নারী আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হাফছা খানম নামের ৬ বছর বয়সী এক কন্যাশিশুকে গলাটিপে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাফছা খানম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর আনোয়ার হোসেনের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্প পুলিশের উপ-পরির্দশক সোহাগ মিয়া। তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরমিলা আক্তার (২২) নামের এক নারীকে আটক করা হয়েছে। সে একই ক্যাম্পের হোসেন আহমদের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, একদল সন্ত্রাসী স্বর্ণের লোভে শিশুটি অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে যায়। ওখানে নিয়ে সন্ত্রাসীরা ওই শিশুকে গলা টিপে হত্যা করে তার গলায় এবং কানে থাকা স্বর্ণগুলো নিয়ে যায়। পরে রোহিঙ্গাদের সহযোগীতায় ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে স্বর্ণ ও শিশুর লাশটি উদ্ধার করে।

উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনজুরুল কাদের বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!