রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা নয়: ওবায়দুল কাদের

রোহিঙ্গা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিরোধীদলকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সরকারের উদ্যোগের কোন ঘাটতি নেই।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারে নবনির্মিত সড়ক ভবন, কক্সবাজার ও মহাসড়ক সমূহের উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ‘সড়ক যোগাযোগে সরকার অনেক উন্নয়ন করেছে। সড়কের শৃংখলায় নিরব বিপ্লব ঘটেছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!