রোহিঙ্গাসহ ১৩ জনের করোনা শনাক্ত কক্সবাজারে

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে কক্সবাজার জেলায় এক রোহিঙ্গাসহ নতুন শনাক্ত ১৩ জন এবং ৪ জনের ফলোয়াপ রিপোর্ট। বাকি ৫ জন চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা।

কক্সবাজারে নতুন শনাক্তের মধ্যে সদরের ৮ জন, উখিয়ায় ২ জন, টেকনাফে ১ জন, মহেশখালীর ১ জন এবং রোহিঙ্গা ক্যাম্পের ১ জন।

সোমবার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। তিনি বলেন, রোববার ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২ জন পজিটিভ হয়েছেন। এর মধ্যে ১ জন রোহিঙ্গাসহ ১৩ জনই কক্সবাজার জেলার। এছাড়া বাকি ৫ জন চট্টগ্রামের লোহাগাড়ার। একইসঙ্গে ১৬৬ জনের নমুনা নেগেটিভ এসেছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!