রোহিঙ্গাদের জন্য কাঁটা তারের বেড়া নির্মাণ করবে সরকার: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা না গেলে বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত হতে পারে বলে বুধবার (২৬ জুন) প্রধানমন্ত্রীর সংসদে করা মন্তব্যকে সমর্থন দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘রোহিঙ্গারা যাতে দেশে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য নিরাপত্তা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। তাদের জন্য একটা কাঁটা তারের বেড়া করার কথা ছিলো। সেটির কাজও সম্পন্ন করতে পারিনি। এখন প্রধানমন্ত্রীর নির্দেশে কাঁটা তারের বেড়া নির্মাণ করার চেষ্টা করছি। যাতে তারা ক্যাম্প থেকে বের হতে না পারে। ক্যাম্পের ভেতরে যেন অরাজক পরিস্থিতি তৈরি করতে না পাওে সেই ব্যবস্থাও নিচ্ছি।’

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্কের আয়োজনে এই প্রথমবারের মত চট্টগ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে কোতোয়ালী থানার ওসিসহ নয় নারী পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন,‘রোহিঙ্গারা আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা শুধু যে নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জের মুখে আছি তা নয়।ওই জায়গায় বিশাল বনও উজাড় হয়ে গেছে। সামাজিক পরিবর্তনও আসছে। একজন স্থানীয় শ্রমিক যে কাজে দৈনিক ৫০০-৬০০ টাকা আয় করতেন, এখন একজন রোহিঙ্গাকে ২০০ টাকা দিলেই তারা কাজ করছে। আবার তারা নির্ধারিত জায়গা থেকে বেরিয়ে যেকোনো জায়গায় যাবার চেষ্টা করছে। নিরাপত্তা বাহিনী আবার তাদের ধরে নিয়ে আসছে।’

‘নাফ নদীর তীরে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসার অপেক্ষায় ছিলো। সেই দৃশ্যটি নিশ্চই মনে আছে। এই দৃশ্যটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার চোখে পানি এনে দিয়েছে। অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গা চলে এসেছে। সেটি আমাদের ধারণার বাইরে ছিল। ধারণা থাকলে আগে থেকে একটা ব্যবস্থা করতাম। এখন আমরা সেরকম কোনো ব্যবস্থা করতে পারিনি। এখন আমরা এই রোহিঙ্গা নিয়ে চ্যালেঞ্জের মুখে আছি। তারা যেকোনো জায়গায় চলে যাচ্ছে। তবে তারা চলে গেলেও নিরাপত্তা বাহিনী আবার তাদের ক্যাম্পে নিয়ে আসছে।’

বরগুনার রিফাত হত্যাকারীদের সবাইকে ধরা হবে

বুধবার (২৬ জুন) দেশব্যাপী আলোচিত বরগুনায় স্ত্রীর সামনে রিফাত নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, ‘বরগুনায় যে ঘটনা ঘটেছে, সেটি কেন ঘটেছে তদন্ত করে জানানো হবে। তবে এটি দুঃখজনক। আমাদের পুলিশ কিন্তু বসে নেই। জোর গলায় বলতে পারি, যত ঘটনাই ঘটুক। আমাদের পুলিশ দক্ষতা-সক্ষমতায় পিছিয়ে পড়া নয় এখন। আপনি যদি দশ বছর আগের পুলিশ আর এই পুলিশ মিলিয়ে ফেলেন তবে ভুল করবেন। আমাদের পুলিশ অনেক সক্ষম, অনেক দক্ষ এবং অনেক ইনফরমেটিভ। আমার কাছে এই মুহূর্তের খবর হল, দুজনকে আমাদের পুলিশ ধরে ফেলেছে। বাকি যেই কয়জন এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের সবাইকে আমরা ধরব। সবাইকে আইনের সামনে আমরা হাজির করে দেব।’

তিনি আরো বলেন,‘এই যে নুসরাতের হত্যাকাণ্ড। এটা কি আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ধরে ফেলছে না? পিবিআই তদন্ত করে আসল যারা ক্রিমিনাল তাদের ধরে আইনের সম্মুখে দিয়েছে। আগের পুলিশ আর এই পুলিশ এক নয়। এরা অন্তত সক্ষম, দক্ষ এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে।’

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, পুনাক সভাপতি হাবিবা জাবেদ, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী এবং বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্কের সভাপতি আমেনা বেগম।

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!