রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দেবে চসিক

রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দেবে চসিক 1বিশেষ প্রতিবেদক : রোহিঙ্গা শরনার্থীদের চিকিৎসা সেবা দিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে চিকিৎসক দল পাঠাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সোমবার ( ১৭ সেপ্টেম্বর ) সকালে কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওনা দেবে চিকিৎসকদের দলটি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর নেতৃত্বে ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার ও প্যারামেডিকসহ দলটির সদস্য সংখ্যা মোট ১২ জন।

রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মিয়ানমার থেকে আগত আহত ও রোগাক্রান্ত রোহিঙ্গা শরনার্থীদের চিকিৎসা সেবা দিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে যাচ্ছে চিকিৎসকদের দল। মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে ঔষধপত্র, চিকিৎসা সরঞ্জামসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ সদস্যের একটি দল সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওনা দেবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!