রোববার থেকে আগের নিয়মে চলবে ব্যাংক

প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ শেষ হওয়ায় আগামী রোববার (৩১ মে) থেকে দেশের ব্যাংকগুলো আগের মতোই চালু হচ্ছে। ফলে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন চলবে এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার (২৮ মে) ব্যাংক চালুর বিষয়ে একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, অসুস্থ ব্যক্তি, কর্মকর্তা, সন্তানসম্ভবা গ্রাহক ও কর্মকর্তা ব্যাংকে আসতে পারবে না। কর্মকর্তাদের নিজ দায়িত্বে সীমিত যানবাহনে যাতায়াত করতে হবে। ঢাকার বাণিজ্যেক এলাকার ব্যাংকসহ চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জের সব ব্যাংকের সব শাখা প্রতি কর্মদিবসে খোলা থাকবে। শ্রমঘন শিল্প এলাকায় আগের নিয়মে সব ব্যাংক শাখা খোলা থাকব। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

এছাড়া স্বাস্থ্য অধিদফতর বা প্রশাসনের ঘোষিত করোনা ভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন করতে হবে। তবে অফিসের প্রয়োজনে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!