রেয়াজুদ্দিন বাজারে পাঁচ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ

নগরীর রেয়াজুদ্দিন বাজার এলাকার দুটি প্রতিষ্ঠান থেকে আনুমানিক পাঁচ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মে) সকালে এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।

জানা যায়, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি গোডাউন এবং একটি দোকান থেকে এসব নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। সেই সাথে দুই প্রতিষ্ঠানকে শুনানিতে হাজির থাকার নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক জানান,‘নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে নোটিশ দেয়া হয়েছে। পরবর্তী কাজগুলো সেভাবেই এগুবে। পলিথিনগুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মৈত্রী নামক প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়া হয়েছে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!