রোনালদোর চার গোলে পর্তুগালের দাপুটে জয়

জাতীয় দলের হয়ে অষ্টম হ্যাটট্রিক করলেন রোনালদো

শুধু সময়ের সেরা নয়, নিজেকে সর্বকালের সেরাদের তালিকায় নিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের হয়েও সাবলীল ফুটবল উপহার দিয়ে যাচ্ছেন এই মহাতারকা। আরও একবার নিজেকে উজাড় করে দিলেন সিআর-সেভেন। ২০২০ ইউরো বাছাইপর্বে তার ম্যাজিকেই পর্তুগাল উড়িয়ে দিয়েছে লিথুয়ানিয়াকে।

মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে লিথুয়ানিয়ার মাঠে ৫-১ গোলে জয়ের দাপুটে জয় তুলে নেয় পর্তুগাল। ম্যাচে রোনালদো একাই করলেন চার গোল। অন্য গোলটি উইলিয়াম কারভালহোর।

এই জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউক্রেন। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সার্বিয়া। ৪ পয়েন্ট নিয়ে এরপরই লুক্সেমবার্গ।

খেলার ৭ মিনিটেই শুরু হয়ে যায় রোনালদো ম্যাজিক। প্রতিপক্ষের ডিফেন্ডার পালিওনিসের হাতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল। স্পস্ট কিকে গোল তুলে নেন সিআর-সেভেন। এরপর স্রোতের বিপরীতে ২৮তম মিনিটে সমতা ফেরায় লিথুয়ানিয়া। গোলদাতা ভিতোতাস।

চার গোল করার পথে রোনালদোর দারুণসব ভঙ্গি
চার গোল করার পথে রোনালদোর দারুণসব ভঙ্গি

খেলার ৬১তম মিনিটে এসে পরের গোলটি পায় পর্তুগাল। ফের দলকে এগিয়ে দেন ম্যাজিক ম্যান রোনালদো। গোলের সেই ছন্দ ধরে রেখে ৬৫তম মিনিটে পর্তুগিজ অধিনায়ক পেয়ে যান হ্যাটট্রিক গোল। বের্নার্দোর ক্রসে দারুণ দক্ষতায় পা ছুঁইয়ে বল পাঠিয়ে দেন লিথুয়ানিয়ার জালে।

জাতীয় দলের হয়ে এটি অষ্টম হ্যাটট্রিক রোনালদোর। ইউরোর বাছাই ও মূল পর্ব মিলিয়ে রেকর্ড ৩৪ গোল এই মহাতারকার।

এরপরই ৭৬তম মিনিটে ম্যাচে নিজের চতুর্থ গোলটি তুলে নেন হলো পাঁচবারের বর্ষসেরা রোনালদো। সব মিলিয়ে দেশের হয়ে তিনি করেছেন ৯৩ গোল। ৩৪ বছর বয়সী এই মহাতারকা যে কোন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার পথে। ১০৯ গোল করে শীর্ষে আছেন ইরানের আলি দাই।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!