রেল স্টেশন এলাকা থেকে টিকেট কালোবাজারি গ্রেপ্তার

ঈদে ঘরে ফেরার তাড়া ও ভিড়কেই টার্গেট করে নগরীতে সক্রিয় হয়েছে রেলের টিকেট কালোবাজারিরা। চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে টিকেট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রেলওয়ে থানা পুলিশ খাইরুল ইসলাম (২৯) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। খাইরুলের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তিনি বসবাস করেন চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ঝর্ণাপাড়া এলাকায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান ওসি মোস্তাফিজ ভূঁইয়া।

ওসি মোস্তাফিজ জানান, খায়রুল রেল স্টেশনের কফি হাউসের সামনে দাঁড়িয়ে যাত্রীদের কাছে বেশি দামে টিকেট বিক্রি করছিল। পুলিশ দেখে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার পকেট তল্লাশি করে ৯ আগস্টের চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘মহানগর গৌধুলী’ ট্রেনের দুটি ও ৫ অগাস্ট ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধূমকেতু’ ট্রেনের একটি টিকেট উদ্ধার করা হয়। সর্বমোট ৯ আসনের তিন টিকেটসহ টিকেট বিক্রির নগদ ৮,৮০০ টাকাও জব্দ করা হয়।

ওসি আরোও জানান, গৌধুলী ট্রেনের টিকিটগুলো খাইরুল ৩১ জুলাই সন্ধ্যায় এবং ধূমকেতু ট্রেনের টিকিটগুলো ৩০ জুলাই সকালে সংগ্রহ করেছে।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!