রেলে বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সীমিত আকারে মুজিববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই ধারাবাহিকতায় সীমিত আকারে মুজিববর্ষ উদযাপন করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম রেলস্টেশনে ফ্রি চিকিৎসা ক্যাম্প বসানো হয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানান, সীমিত আকারে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টা থেকে একটি মেডিকেল টিম বসবে চট্টগ্রাম রেল স্টেশনে। এই টিমে থাকবেন তিনজন চিকিৎসক ও দুইজন টেকনিশিয়ান। মুজিববর্ষ উপলক্ষে অন্তত দুইশ যাত্রী বিনামূল্যে ডায়বেটিস টেস্ট ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পাবেন। এছাড়াও থাকবে বিনামূল্যে যাত্রীদের ব্লাড প্রেশার মাপার সুযোগ। তবে শুধুমাত্র ট্রেনের টিকেটধারী যাত্রীরা এই সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা (পূর্ব) ডা. শামসুল আলম মো. ইমতিয়াজ বলেন, ‘মুজিববর্ষকে সামনে রেখে যাত্রীসেবার মান উন্নয়নে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র টিকেট হোল্ডারদের বিনামূল্যে এই সেবা দেওয়া হবে।’

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সীমিত আকারে বিনামূল্যে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন হচ্ছে বলে জানান তিনি।

এএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!