রেলে টিকেটবিহীন, ছাদ ও বাফারে ভ্রমণের দায়ে ১২ মামলা

চট্টগ্রামে রেলে টিকেটবিহীন, ছাদে ও বাফারে ভ্রমণের দায়ে ১২ মামলা দায়ের হয়েছে। এসব মামলায় মোট ৩৭ জনকে আদালতে প্রেরণ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রেলওয়ে আইন ১৮৯০ অনুচ্ছেদের ১১২,১১৩ এবং ১১৮(২) ধারার অধীনে ১২ মামলায় ৩৭জনের বিরুদ্ধে মামলা রুজু করে অভিযুক্তদের চালান করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর আমান উল্ল্যাহ আমান।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর আমান উল্ল্যাহ আমান বলেন, ‘আমি জয়েন করার পর অনিয়ম দূর করে রেলওয়ে শৃঙ্খলায় আনার চেষ্টা করছি। উচ্ছেদ অভিযানে বিশেষ ভূমিকা পালন করছে আরএনবি। প্রতিমাসে আমাদের এ কার্যক্রম চলবে।’

জেএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!