রেলওয়ে পূর্বাঞ্চলের বিতর্কিত ডিটিও স্নেহাশিস বদলি, নতুন দায়িত্বে ইমরান

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশিস দাসগুপ্তকে বদলি করা হয়েছে৷ নতুন আদেশে তাকে পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। এছাড়া সহকারী বাণিজ্যিক কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরানকে ডিটিও পদে বদলী করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) রেলওয়ে পূর্বাঞ্চলের উপ পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানা গেছে।

উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর স্নেহাশিস দাসগুপ্তের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। সেদিন থেকে তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ার কথা।

এর আগে ১৭ জন গার্ডকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সময় অনিয়মের অভিযোগ উঠে বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশিষ দাশগুপ্তের বিরুদ্ধে।

জানা গেছে, এই নিয়োগের ক্ষেত্রে রেলের বিভিন্ন পদে কর্মরতদের প্রশিক্ষণের মাধ্যমে পদোন্নতি দিয়ে নিযুক্ত করার বিধান থাকলেও তা প্রতিপালন করা হয়নি।

অভিযোগ উঠেছে, গার্ড ট্রেনিং করা স্থায়ী কর্মচারীদের সুযোগ না দিয়ে যাদের চুক্তির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে তাদেরই টাকার বিনিময়ে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক গার্ডদের মাসিক বেতন ৬০ থেকে ৮০ হাজার টাকা। ফলে অনৈতিক সুবিধা নিয়ে চুক্তিতে গার্ড নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়া হয়, বছর শেষ না হতেই আবারও চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য নেয়া হয় টাকা। ফলে স্থায়ী নিয়োগের চেয়ে চুক্তিভিত্তিক নিয়োগের দিকেই নজর থাকে কর্মকর্তাদের।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!