রিয়াজুদ্দিন বাজারে জব্দ হল ৭০ কেজি বিষাক্ত জেলি মেশানো চিংড়ি

জেলা প্রশাসনের অভিযান

রিয়াজুদ্দিন বাজারে মাছ বিক্রেতার চিংড়িতে পাওয়া গেল বিষাক্ত জেলি। জেলা প্রশাসনের অভিযানের অভিযানে জরিমানা গুণলেন ৩ ব্যবসায়ী। বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

গালিব চৌধুরী বলেন, ‘নগরের বড় বাজার রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে ৩ জন মাছ ব্যবসায়ীকে চিংড়ি মাছে বিষাক্ত জেলি মিশানোর অপরাধে মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা-১৯৯৭ (সংশোধিত ২০০৮) এর ৪(৫) অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মানবদেহের জন্য ক্ষতিকর জেলিমিশ্রিত ৭০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে।

অভিযানে জেলা মৎস্য অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মো. টিপু সুলতান ও পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!