রিয়াজউদ্দিন বাজার থেকে ২ টন পলিথিন উদ্ধার

নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই টন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

বুধবার (৭ আগস্ট) সকালে রিয়াজউদ্দিন বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে পলিথিনগুলো উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা পরিবেশ অধিদপ্তর এর সহকারি পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, রিয়াজউদ্দিন বাজার এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়। যার ওজন আনুমানিক দুই টনের মত।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!