রিয়াজউদ্দিন বাজারে মিললো এক টন পলিথিন ব্যাগ

পাহাড়কাটার দায়ে ৪ লাখ জরিমানা ৬ জনের

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের সুবর্ণ মার্কেটে (পান বাজার) পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক টন নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহীন ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেসার্স আদিবা স্টোরের মালিক মো. সারোয়ার ও তৌহিদুলকে ১৫ হাজার টাকা এবং মেসার্স আমেনা স্টোরের মালিক মো. আজাদকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা, পরিদর্শক আবুল মুনসুর মোল্লা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে নগরীর পশ্চিম ষোলশহর, বায়েজিদ বোস্তামী ও স্টারশিপ এলাকায় পাহাড় কাটার দায়ে ৬ জনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের শুনানি শেষে পাহাড় কেটে মাটির টপ সয়েল নষ্ট, পরিবেশের ক্ষতি করার দায়ে মো. আমির, মুহাম্মদ সেলিম উদ্দীন, মো. ইছহাক, মুহাম্মদ আমির হোসেন, মো. নাসির উদ্দীন ও মো. জামশেদকে জরিমানার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

এসআর/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!