রিক্সা ছেড়ে ‘মাদক সম্রাট’, অবশেষে আটক

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীর বিভিন্ন অলিগলি ও সড়কে রিক্সা চালিয়ে জীবিকা উপার্জন করতো রাঙ্গুনিয়ার মোহাম্মদপুরের জসিম উদ্দিন। জীবনের দীর্ঘ সময় রিক্সা চালালেও ৪০ বছর বয়সে এসে সৎ পেশা ছেড়ে চলে আসে অন্ধকার জগতে। আস্তে আস্তে ঘুরতে থাকে মাদক পল্লিতে। কখনো এখানে কখনো বা অন্য কোনো মদের কারখানায়। লাভ-ক্ষতির হিসাব গুণতে গুণতে মাত্র ৩-৪ মাসেই হয়ে উঠে ‘মাদক সম্রাট’। কম সময়ে বনে যায় লাখ লাখ টাকার মালিক। অবশেষে বুধবার (৩১ জুলাই) দুপুরে র্যাব ৭ অভিযান চালিয়ে মাঝিপাড়া মদক কারখানা থেকে তাকে আটক করে।

জানা যায়, রাইখালীর মাঝিরপাড়া এলাকা থেকে চট্টগ্রাম র্যাব-৭ এর অভিযানে বুধবার দুপুরে রাঙ্গুনিয়ার মোহাম্মদ পুরের মো. মোহাম্মদ হোসেনের ছেলে জসিমকে (৪০) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ লিটার করে সর্বমোট ১৬০ লিটার মদ উদ্ধার করা। পরে তাকে চন্দ্রঘোনা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফ উদ্দিন। চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!