রিকশায় চড়তে উঠে রিকশাওয়ালার সর্বস্ব কেড়ে নেয় প্রতারক ইমরান

রাতের অন্ধকারে সে সেজে যেতো পুলিশ। এ পরিচয়ে রিকশা ভাড়া করে ঘুরে বেড়াতো নগরজুড়ে। সুযোগ বুঝে থামাতো রিক্সা। চালকের কাছ থেকে কেড়ে নিত রিকশা চালিয়ে কামাই করা ঘাম ঝরানো টাকা। মোবাইল থাকলে সেটাও হাতিয়ে নিয়ে সটকে পড়তো সে। এমন একজন প্রতারককে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ। তার নাম মো. ইমরান।

গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরীর নন্দনকানন সিটি ব্যাংকের সামনে থেকে পথচারীদের সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। ইমরানের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান দোভাষী বাজার এলাকায়। তার বাবার মো. নাছিম খান।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ইমরান দীর্ঘদিন ধরে পুলিশ কিংবা ডিবি পরিচয়ে রিক্সা ভাড়া করে নগরীর বিভিন্ন জায়গায় ঘুরতেন। ঘুরার মধ্যে সুযোগ বুঝে একপর্যায়ে রিক্সাওয়ালার মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নিয়ে পালাতেন।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার পথচারীরা তাকে ধরে পিটুনি দেয়। আমাদের টহল পুলিশ তাকে উদ্ধার করে। চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

এএন/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!