রাস্তা দখল করে ব্যবসা, জরিমানা খেল ৭ প্রতিষ্ঠান

চট্টগ্রাম নগরীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৭ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ মে) নগরীর পাহাড়তলী ডিটি রোড ও পোর্ট কানেকটিং রোডে অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা জাহান নেলী।

অভিযানে সড়কের উভয় পাশে রাস্তা ও ফুটপাত দখল করে পুরাতন লোহা এবং মেশিনারিসামগ্রীর ব্যবসা পরিচালনা করায় ৭ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট মারুফা জাহান নেলী বলেন, ‘প্রতিষ্ঠানগুলো রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার মাধ্যমে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছিল। তাই অভিযান পরিচালনার সময় সাত প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।’

এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!