রাষ্ট্রপতি পদক পাচ্ছেন চবির ৩৩ শিক্ষার্থী

রাষ্ট্রপতি পদক পাচ্ছেন চবির ৩৩ শিক্ষার্থী 1বিশেষ প্রতিনিধি : ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৩জন শিক্ষার্থীকে রোববার রাষ্ট্রপতি পদক প্রদান করা হবে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ মিলনায়তনে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ৩৩ শিক্ষার্থীকে এই পদক দেওয়া হবে। তাদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী ১৭ শিক্ষার্থী পাবেন স্বর্ণপদক। দ্বিতীয় স্থান অর্জনকারী ১৬ জনকে দেওয়া হবে সম্মানসূচক পদক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!