রাশিয়ার যাত্রীবাহী বিমানে আগুন, নিহত ১৩ জনের দুজন শিশু (ভিডিও)

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যাওয়ার পর বিমানটি মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। প্রথমবার জরুরি অবতরণে ব্যর্থ হয়ে বিমানটি দ্বিতীয়বারের চেষ্টায় জরুরি অবতরণ করে। রোববারের (৫ মে) এ দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২ জন ছিল শিশু। অনেক যাত্রী এখনও নিখোঁজ। উদ্ধারকর্মীদের একটি দল বিমানের বাকি অংশে জীবিতদের খোঁজ করছে।

এরোফ্লোট এয়ারলাইন্সের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৫ জন আহত হয়েছে। বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিল বলে খবর পাওয়া গেছে। বিমানটির লেজের অংশ পুরোটাই পুড়ে গেছে। মাটিতে নামার পর বিমান থেকে উড়তে দেখা গেছে ঘন কালো ধোঁয়া।

অগ্নিকাণ্ড ঘটে জরুরি অবতরণের মত পরিস্থিতি কিভাবে সৃষ্টি হল – এখন পর্যন্ত তা জানা যায়নি সুনির্দিষ্টভাবে। সুখোই সুপারজেট-১০০ মডেলের এ বিমানটির মস্কো থেকে উত্তরাঞ্চলীয় শহর মুরমাস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পরপরই আগুনের কারণে বিমানটি জরুরি অবতরণ করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!