রামুতে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক কারবারি নিহত

কক্সবাজারের রামু রাবার বাগান এলাকায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ (৩০) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত রশিদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

বুধবার (২৯ এপ্রিল) ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ইয়াবার চালান হাত বদলের খবর পেয়ে রাতে ডিবি পুলিশ অভিযানে যায়। রামুর রাবার বাগান এলাকায় একদল মানুষকে সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে পুলিশ। কিছু বুঝে ওঠার আগেই তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর গোলাগুলি থামলে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ওই যুবকের মরদেহ, ইয়াবা, মোটরসাইকেল এবং অস্ত্র পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!