রামুতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন

কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (১৬ এপ্রিল ) বেলুন উড়িয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করেছেন।

‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এ প্রতিপাদ্যে রামু হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিছবাহ উদ্দীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর, কক্সবাজার সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. দুলাল চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক চেয়ারম্যান, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, সূর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. হাফিজুর রহমান, ডা. দিদারুল আলম, সাংবাদিক নীতিশ বড়–য়া।

এর আগে উপস্থিত সুধীজন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বিটিভিতে সরাসরি সম্প্রসারিত দেশব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে ডাক্তার, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্সসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মত দেশব্যাপী জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধন করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!