রামগড়ে পাহাড় ধসে দুই ভাই নিহত

রামগড়ে পাহাড় ধসে দুই ভাই নিহত 1খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে পাহাড় ধসে দুই ভাই নিহত হয়েছে। রবিবার (১৮ জুন) ভোরে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের নাকাপার দুর্গম বুদংছড়া এলাকায় ঘুমন্তবস্থায় মাটির ঘরে পাহাড় ধসে পড়ে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো-মো. মোস্তফার দুই ছেলে মো. নুরুন্নবী (১৪) ও মোঃ হোসেন (১০)। এঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন মিয়া এখবর নিশ্চিত করেছেন।তিনি জানান, টানা বর্ষণে পাশের পাহাড়ের একাংশ ধসে ঘরটির ওপর আছড়ে পড়ে। এতে শিশু দুটি মারা গেলেও ঘরের অপর কক্ষে থাকা পরিবারের অন্যান্যরা অক্ষত অবস্থায় বেড়িয়ে আসতে সক্ষম হন। এলাকার লোকজন এসে রবিবার সকালে নিহতদের লাশ উদ্ধার করে।
ক্ষতিগ্রস্থ মো. মোস্তফা জানান, সেহেরী খেয়ে ঘুমানোর কিছুক্ষণ পর পাহাড়টি ধসে পড়ে। তার দুই সন্তানের সাথে বাড়িটি একেবারেই মাটির সাথে মিশে যায়। এতে গরু, ছাগল, হাস-মুরগীসহ সবকিছু হারিয়ে আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!