রাধা কৃষ্ণ মন্দির স্থাপিত হলো মিরসরাইয়ের রায়পুরে

চট্টগ্রামের মিরসরাই উপজেলার রায়পুর গ্রামে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এ মন্দিরটি উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শচীন্দ্র কুমার নাথ। সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন চন্দ্র নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন মিরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘মন্দির পরিচালনায় সবাইকে সেবক হওয়ার মানসিকতা নিয়ে আসতে হবে। বিশ্বব্যাপি করোনা মহামারীতে আজ অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও বিপদগ্রস্থ। অদৃশ্য এ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব প্রতিপালনে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘রায়পুর গ্রামে ২০১২ সালে জাগো অপরাজিত মৈত্রী সংঘ এই সার্বজনীন মন্দির প্রতিষ্ঠায় মহতী উদ্যোগ গ্রহণ করেছিল। দীর্ঘ প্রায় ৮ বছর ধরে এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করায় সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা কমিটির সকল সদস্যবৃন্দকে আমি সাধুবাদ জানাই। তাদের অক্লান্ত প্রচেষ্ঠা ও গ্রামবাসীদের সহযোগিতার কারণেই এ মন্দির স্থাপিত হয়েছে।’

তিনি বলেন, ‘এই মন্দিরটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর তালিকাভুক্ত প্রতিষ্ঠান। এই সার্বজনীন মন্দিরের আওতায় একটি মন্দির ভিত্তিক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ও চালু রয়েছে। এটা অত্যন্ত গর্বের বিষয়।’

অনুষ্ঠানে মন্দির কমিটির পক্ষ থেকে সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির নির্মাণ কাজে অবদান রাখায় সমাজসেবী কাঞ্চন বালা নাথ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি উত্তম কুমার শর্মা, সমাজসেবক লায়ন মানিক রতন শর্মা, জাগো অপরাজিত মৈত্রী সংঘের উদ্যোক্তা সদস্যবৃন্দ, মন্টু কুমার নাথসহ গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্ঠা সমীর শর্মা, সহ-সভাপতি বিপুল দাশ, সাংগঠনিক সম্পাদক অভি রায়, গণসংযোগ সম্পাদক টিটু নাথ, মিরসরাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপি দাশ, মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র নাথ, মাস্টার প্রণব কান্তি নাথ, মাখন চন্দ্র নাথ, বিনোদ কুমার নাথ, সনজীত কুমার নাথ, শিমুল নাথ ভোগল, রাজীব কুমার নাথ, মিঠু কুমার নাথ, সুব্রত কুমার নাথ, বিশ্বজিৎ কুমার নাথ, সুজন দাশ, পিকলু কুমার নাথ, রুপেন কুমার নাথ প্রমুখ।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!