রাতে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে হঠাৎ গোলাগুলি

কক্সবাজারের টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। কারা এর সঙ্গে জড়িত সে সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার এ ঘটনায় পুরো ক্যাম্পজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

রাতে পৌনে ৮টার দিকে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে পাহাড়ি এলাকায় মুহূর্মুহূ গোলাগুলির শব্দ শোনা গেছে।

তবে কয়েকটি সূত্র দাবি করেছে, রঙ্গিখালী, আলীখালী, লেদা-মোচনী ও জাদিমোরা এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী এবং সশস্ত্র সন্ত্রাসীরা রোহিঙ্গা অপরাধীদের সঙ্গে মিলে ইয়াবা চোরাচালানের নিয়ন্ত্রণ, ছিনতাই, অবৈধ অস্ত্রের মজুদ, অপহরণ করে মুক্তিপণ বাণিজ্য চালিয়ে আসছে। আধিপত্য বিস্তার নিয়ে সেখানে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে।

গুলির ঘটনার খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছে কিনা—সে ব্যাপারে পুলিশ কিছু নিশ্চিত করতে পারেনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!