রাতে চবির দুই আবাসিক হলে অভিযান, ৪০ রুমের তালায় ‘সমস্যা’

আবাসিক হল বন্ধ ঘোষণার পরও ‘কেউ কেউ অবৈধভাবে থাকছে’— এমন অভিযোগ পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছেলেদের দুটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অবশ্য এ সময় ‘অবৈধ’ কাউকে পায়নি প্রক্টরিয়াল বডি। তবে দুই হলের অন্তত ৪০টি রুমের তালায় ‘সমস্যা’ পাওয়া গেছে। আবাসিক হল দুটি হলো— শাহজালাল হল ও শাহ্ আমানত হল।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইঞা।

প্রক্টর বলেন, হল বন্ধ ঘোষণা করার পর সব রুম সিলগালা করে দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন সময় অনুমতি নিয়ে তালা খুলে রুম থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। এছাড়া বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুটি আবাসিক হলে আধঘন্টাব্যাপী অভিযান চালানো হয়েছে। এ সময় শাহজালাল হলের ৬ থেকে ৭টি ও শাহ্ আমানত হলের ৩০টি রুমের তালায় সমস্যা পাওয়া গেছে। আমরা এগুলো পুনরায় সিলগালা করে দেবো।’

প্রক্টর আরও বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন মনে করবে অন্যান্য হলেও অভিযান চালাবে।’

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!