রাতের চট্টগ্রামে সিএনজিতে ঘোরে ছিনতাইকারীদের এই চক্র

রাতে সিএনজি অটোরিকশা নিয়ে ঘোরাফেরা করে ছিনতাইকারী সদস্যরা। সুযোগ বুঝে অস্ত্রের মুখে জিম্মি করে মানুষের সর্বস্ব কেড়ে নেয় তারা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে তাদের যেতে হল জেলে।

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিরঙ্গিবাজার এলাকা থেকে মঙ্গলবার (২২ জুন) ৪ ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আটক ছিনতাইকারীরা হলেন- মো. মনির হোসেন (১৯), মো. জসিম (৪২), মো. ইমরান (২০) ও মো. আব্দুল্লাহ আল নোমান (১৯)।

থানা সূত্রে জানা গেছে, আটক আসামিরা রাতে নগরের বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশা নিয়ে ঘোরাফেরা করে। সুযোগ বুঝে মানুষের কাছ থেকে সর্বস্ব সবকিছু কেড়ে নেন। আটক আসামিরা কোতোয়ালী থানার বান্ডেল রোডে কবরস্থানের উত্তর পাশে দাঁড়িয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করার সময় পুলিশের একটি দল মো. মুনির হোসেন ও মো. জসিম উদ্দিনকে নামের দুজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে, মো. ইমরান ও মো. আবদুল্লা আল নোমান নামের আরও দুজনকে আটক করে। আটক করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি চুরি ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!