রাতেই পুড়ে শেষ ২৬ জেলের ঘর, শীতে কাতরাচ্ছে দেড়শ অসহায়

বঙ্গোপসাগরের মোহনায় জ্বলকদরখালের পাড়ে গড়ে ওঠা জেলে পল্লীতে হঠাৎ এক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২৬ জেলের ঘর। চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ববড়ঘোনা গ্রামে আগুনে সব কেড়ে নেয়ার পর শীতে কাতরাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারের অন্তত দেড়শ অসহায় মানুষ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে আগুনের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জ্বলকদরখালের পাড়ে গড়ে ওঠা ওই জেলে পল্লীতে প্রায় ১ ঘণ্টাব্যাপী আগুনে ২৬ জেলের ঘর-বাড়ি পুড়ে ছাই হয়েছে। জেলে পল্লীতে যোগাযোগ অসুবিধার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে না পারায় স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা চালিয়েছে। কিন্তু ততক্ষণে সব পুড়ে গেছে। আগুন নিভাতে গিয়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্থ জেলে সুনীল জলদাস, সুজন জলদাস ও সন্তোষ জলদাস জানান, ‘কীভাবে রাতের আঁধারে আগুন লেগেছে বুঝতে পারেনি। তারা এখন মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।’

গন্ডামারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বাদশা বলেন, ‘২৬টি জেলে পরিবারের ঘর-বাড়ি, আসবাবপত্র, মাছ ধরার জালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে ১৭ জন।’

বাঁশখালী উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম মিয়াজী বলেন, ‘আগুনে ঘর-বাড়ি পুড়ে যাওয়া ২৬ জেলে পরিবারের নিরাপত্তা ব্যবস্থা, বাসস্থান ও খাদ্য সংকট দূরীকরণে প্রাথমিকভাবে স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ দিয়েছি। পরে সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসএ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!