রাতেই আসছে চবির সি-ইউনিটের ফলাফল, পরীক্ষায় বসেছে ৮৩ শতাংশ ভর্তিচ্ছু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৩ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সি-ইউনিটে ৪৪১ আসনের বিপরীতে আবেদন করেছেন ১১ হাজার ৬০ জন শিক্ষার্থী।

তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২৩ জন ভর্তিচ্ছু। যা শতকরার হিসেবে ৮৩ শতাংশ।

সি-ইউনিটের কো-অর্ডিনেটর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সুষ্ঠুভাবেই সি-ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা ফলাফল তৈরির কাজ করছি।’

তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক মতো হলে হয়তো রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা যাবে।’

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!