রাজস্থলীতে জ্বর নিয়ে দুই নারীর মৃত্যু, আক্রান্ত ৫

রাঙামাটির রাজস্থলীতে জ্বর নিয়ে বিনামতি ত্রিপুরা (৩৫) ও নিলু কমুরা ত্রিপুরা (২৮) নামের নারীর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের ভুটান এলাকার ত্রিপুরপাড়ায় এ ঘটনা ঘটে।

রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বরসতি ত্রিপুরা বলেন, ঘিলাছড়ি ইউনিয়নের ভুটান এলাকার ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত রোগ দেখা দেয়। এ রোগে আক্রান্ত হয়ে ভুটারপাড়ার দুই নারীর মৃত্যু হয়েছে। যারা মারা গেছে তারা কয়েকদিন আগে জ্বরে ভুগছিল। একইসঙ্গে পাগলামিও করছিল। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তারা কোন রোগে আক্রান্ত হয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেনি চিকিৎসক। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। একই অবস্থা আরও ৫ জনের। তাদেরও জ্বর অনেক। সাথে পাগলামিসহ মাটিতে গড়াগড়িও করছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহলাং মারমা বলেন, ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। এলাকাটি বেশি দুর্গম। তারপরও স্বাস্থ্য বিভাগের একটি দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। তাদের নমুনা সংগ্রহের পর বিস্তারিত জানতে পারবো।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!