রাজনীতি হবে জনকল্যাণমুখী, অর্থবিত্তের জন্য নয়: অনুপম সেন

সদরঘাটে ছাত্রলীগ নেতার কম্বল বিতরণ

চট্টগ্রামের সদরঘাটের শেঠপাড়ায় মঙ্গলবার (২১ জানুয়ারি) সাবেক ছাত্রলীগ নেতা ইয়াছির আরাফাতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

তিনি বলেন, রাজনীতি হবে জনকল্যাণমুখী, অর্থবিত্তের জন্য নয়। লক্ষ্য রাখতে হবে একজন রাজনীতিবীদ হিসেবে সাধারণ জনগণের প্রয়োজনে তাদের সুখে-দুঃখে দাঁড়াতে পারছি কি না। রাজনীতিতে তরুণ প্রজন্মের প্রতিনিধি ইয়াছির আরাফাতের গণমানুষকে সেবা দেওয়ার উদ্যোগ মানবিক ও জনকল্যাণমুখী।

এতে উপস্থিত ছিলেন শেঠপাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমান, সহ-সভাপতি আব্দুল মাবুদ, মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ লোকমান, ডা. মাহমুদুল হক, কার্যকরি সদস্য সৈয়দ মোহাম্মদ আসিফ, এয়াকুব বুড্ডা, আবদুল মতিন শাকিল, মঞ্জুর কাদের মিন্টু, মহানগর ছাত্রলীগের সহ -সভাপতি ফারুক ইসলাম, মোস্তফা পলিন, নাছির উদ্দীন কুতুবী, মোহাম্মদ ইফতেখার রুপু, মোহাম্মদ সাদ্দাম, আব্দুল হাবীব বাপ্পী, ইফতিখার শাকিল, এজাজুল ইসলাম, ইপু আর খান, ইমরান ইজাজ নিবীড়, আবিদ ইফতু, আব্দুল্লাহ আহমেদ, হাবিবুর রহমান, আব্দুল মতিন দুলাল, আদিত্য দাস জম, নিলয় চৌধুরী শুভ, মোহাম্মদ ইরফান উদ্দীন, মোহাম্মদ সাকিব, শুভ দস্তিদার, পিয়াল আইচ শান্ত প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!