রাঙ্গুনিয়া সন্দ্বীপে করোনার প্রথম হানা, চন্দনাইশে দ্বিতীয়

উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও দ্বীপ উপজেলা সন্দ্বীপে এই প্রথম হানা দিল করোনাভাইরাস। ১০ মাসের শিশু যেদিন টানা ১০ দিন লড়ে করোনাকে হারিয়ে দিল, ঠিক সেদিনই দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে মিললো দ্বিতীয় করোনা রোগী।

শনিবার (২ মে) চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার প্রধান পরীক্ষাগার ফৌজদারহাটের বিআইটিআইডি এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ২৬৭টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হলেন ৯ জন। এর মধ্যে চট্টগ্রামের তিন উপজেলার তিন ব্যক্তি ছাড়াও নোয়াখালী বাসিন্দা তিনজন, লক্ষ্মীপুর জেলারও রয়েছেন তিন বাসিন্দা।

চট্টগ্রামে আক্রান্ত ৩ জনের মধ্যে সন্দ্বীপের ব্যক্তিটি ২৪ বছর বয়সী পুরুষ, সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে তার বাড়ি। চন্দনাইশের আক্রান্ত রোগীটি ১৫ বছর বয়সী নারী, চন্দনাইশের হারলা ইউনিয়নে তার বাড়ি। অন্যদিকে রাঙ্গুনিয়ার শনাক্ত রোগীও একজন নারী, তার বয়স ৪৫ বছর। রাঙ্গুনিয়ার ইউএনও অফিসের কর্মী তিনি।

শনিবার (২ মে) রাত সাড়ে ১০ টা নাগাদ চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

নতুন আক্রান্ত ৩ জন সহ চট্টগ্রামে মোট করোনা পজেটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। মারা গেছেন ৬ জন। চট্টগ্রামে বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগী হলেন ৫৫ জন।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!