রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নকান্ড : মাদ্রাসাসহ শতাধিক বসতঘর আগুনে ক্ষতিগ্রস্থ

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে মাদ্রাসাসহ দেড় শতাধিক কাঁচা বসতঘর ও দোকানঘর।
রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নকান্ড : মাদ্রাসাসহ শতাধিক বসতঘর আগুনে ক্ষতিগ্রস্থ 1
শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীর হাট বাজারের উত্তর পশ্চিম কলোনী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে রাউজান ও রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ দুলাল মিত্র জানান, বাজারের একটি লেপতোষকের দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ফোরকানিয়া মাদ্রাসা, লেপ তোষকের দোকানের গুদামসহ দেড় শতাধিক কাঁচা বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কত টাকার তা তাৎক্ষনিক জানাতে না পারলেও স্থানীয়রা ক্ষয় ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

রিপোর্ট : মোস্তাফা জাহেদ,চট্টগ্রাম।
এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!