রাঙ্গুনিয়ায় করোনার নিষেধাজ্ঞা উপেক্ষা করে আওয়ামী লীগের সম্মেলন

সারাদেশে ভর করেছে করোনা ভাইরাস আতঙ্ক। এরইমধ্যে রাষ্ট্রীয় ঘোষণায় দেশের সকল স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে সভা, সমাবেশ, মিটিং- মিছিল কিংবা কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ হলেও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে লালানগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন। এভাবে সরকারী দলের নেতাকর্মীরা সরকারের সিদ্ধান্ত অমান্য করায় সমালোচনা শুরু হয়েছে এলাকাজুড়ে।

জানা গেছে, শুক্রবার (২০ মার্চ) রাঙ্গুনিয়ার ১৫ নং লালানগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল মান্নানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। বিকেল ৩টায় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় ১ হাজার নেতাকর্মী অংশ নেয়। এত বড় জমায়েত হলেও উপজেলা প্রশাসন কিংবা রাঙ্গুনিয়া থানার পক্ষ থেকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

রাঙ্গুনিয়া উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‌‘আমরা স্বল্প পরিসরে অল্প সময়ের মধ্যে সম্মেলন শেষ করে দিছি। এতে করোনা ভাইরাসের তেমন কোনো প্রভাব পড়বে না।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সম্মেলনটি আমাদের না জানিয়ে করে ফেলছে। বিষয়টি দেখতেছি।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!