রাঙ্গুনিয়ার ইউসুফ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার চট্টগ্রামের সদরঘাটে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাজানগরের ইউসুফ আলী হত্যা মামলার প্রধান আসামি আজগর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৭ফেব্রুয়ারি) রাতে নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর রাঙ্গুনিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক নম্বর রাজানগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেন বর্তমান সদস্য তৈয়ব। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন গ্রেপ্তার হওয়া আজগর আলী। নির্বাচনে পরাজয়ের পর তৈয়বের উপর ক্ষোভ থেকে আজগর আলীর অনুসারীদের সন্ত্রাসীদের হাতে বেশ কয়েকবার হামলার স্বীকার হন তৈয়ব।

আরও জানা যায়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি তৈয়বের প্রবাসী ভাই মো. ইউসুফ আলী রাঙ্গুনিয়া রাণীরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে বগাবিলি ব্রিজের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তার হাত, পা, মাথাসহ বিভিন্ন জায়গায় কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পার্কভিউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তার মৃত্যু হয়। ঘটনার পর ইউসুফ আলীর স্ত্রী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। পরে ইউসুফ আলীর মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়।

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর নগরীর মাইলের মাথা এলাকা থেকে একই মামলার আসামি সাগরকে গ্রেফতার করে র‌্যাব।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!